37 C
আবহাওয়া
৩:৩৭ অপরাহ্ণ - মে ৩, ২০২৪
Bnanews24.com
Home » করোনায় আরও ১৫ হাজার প্রাণহানি

করোনায় আরও ১৫ হাজার প্রাণহানি


বিএনএ বিশ্বডেস্ক : করোনায় একদিনে মারা গেছে আরও প্রায় ১৫ হাজার। এ ছাড়া আক্রান্ত সাড়ে ৫ লাখ ছাড়িয়ে গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী জানা যায়, গত একদিনে সারাবিশ্বে সংক্রমিত মানুষের তালিকাতে নতুন করে যোগ হয়েছে ৫ লাখ ৬৯ হাজার ৯১৬ জনের নাম। মারা গেছে ১৪ হাজার ৯৭৯ জন।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত করোনায় সংক্রমিতের সংখ্যা ২ কোটি ৬৩ লাখ ৩৬ হাজার ৫২৭ জন। দেশটিতে করোনায় মারা গেছে ৪ লাখ ৪৩ হাজার ৭৪৮ জন।

তালিকায় দ্বিতীয় অবস্থানে থাকা ভারতে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ১ কোটি ৭ লাখ ২০ হাজার ৯৭১ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ১ লাখ ৫৪ হাজার ৪৭ জন।

তৃতীয় অবস্থানে থাকা ব্রাজিলে করোনায় সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা ৯০ লাখ ৬০ হাজার ৭৮৬ জন। দেশটিতে করোনায় মারা গেছেন ২ লাখ ২১ হাজার ৬৭৬ জন।

তালিকায় রাশিয়ার অবস্থান চতুর্থ। যুক্তরাজ্য পঞ্চম। ফ্রান্স ষষ্ঠ। স্পেন সপ্তম। ইতালি অষ্টম। তুরস্ক নবম। জার্মানি দশম। তালিকায় বাংলাদেশের অবস্থান ৩১তম।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ