21 C
আবহাওয়া
১০:১৩ অপরাহ্ণ - ডিসেম্বর ২৪, ২০২৪
Bnanews24.com
Home » রাজধানীর সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারে আগুন

রাজধানীর সাইন্সল্যাবে সুকন্যা টাওয়ারে আগুন


বিএনএ, ঢাকা : রাজধানীর নিউমার্কেটের সায়েন্স ল্যাবরেটরি এলাকার সুকন্যা টাওয়ারের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাত ১টার দিকে এই আগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিস জানায়, রাতে সুকন্যা টাওয়ার নিচতলায় অবস্থিত মা-মা সুপার শপে আগুন দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে ছুটে যায়। প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় রাত পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের সূত্রপাত সম্পর্কে তদন্তের পর জানা যাবে বলেও জানিয়েছে ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট থানা পুলিশ।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ