17 C
আবহাওয়া
৮:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » ময়মনসিংহে আগুনে পুড়েছে চার বসতঘর

ময়মনসিংহে আগুনে পুড়েছে চার বসতঘর

আগুন

বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের মুক্তাগাছায় বৈদ্যুতিক শর্ট শার্কিট থেকে লাগা আগুনে চারটি বসতঘর পুড়ে গেছে। তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাত পৌনে ৯ টার দিকে পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশের মনিরামপুর এলাকায় এই ঘটনা ঘটে। মুক্তাগাছা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর শুশান্ত কুমার দে মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, পৌর শহরের মহাবিদ্যালয় পূর্বপাশে মনিরামপুর এলাকার বসতবাড়িতে অগ্নিকান্ডের খবর পেয়ে সাথে সাথে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এই ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। আমরা তাৎক্ষনিক খবর পাওয়ায় ঘটনাস্থলে গিয়ে প্রায় ১৫ লক্ষ টাকার মালামাল অক্ষত অবস্থায় উদ্ধার করি। তবে, এই ঘটনায় তিন লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করছেন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের লোকজন।

বিএনএ/ হামিমুর রহমান, ওজি

Loading


শিরোনাম বিএনএ