বিএনএ ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে এডিনসন কাভানির গোলে হার এড়িয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সোমবার (২৭ ডিসেম্বর) রাতে সেন্ট জেমস টার্কে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে। ফলে করোনার ধকল কাটিয়ে মাঠে ফেরা ম্যানচেস্টার ইউনাইটেড পয়েন্ট হারিয়েছে।
ঘরের মাঠে ম্যাচের সাত মিনিটেই এগিয়ে যায় নিউক্যাসল ইউনাইটেড। রাফায়েল ভারানের দুর্বল ডিফেন্সের সুযোগে দলকে লিড এনে দেন সাঁ মাক্সিমাকে। ৩৮ মিনিটে ক্যালাম উইলসনের গোল অফসাইডে বাতিল হলে স্বাগতিকদের ব্যবধান দ্বিগুণ করা হয়নি।
বিরতির পর দুর্বল শটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন সাঁ-মাক্সিমা। এরপর ম্যানচেস্টারের ত্রাণকর্তা হন বদলি হিসেবে নামা উরুগুয়ের অভিজ্ঞ স্ট্রাইকার কাভানি। ৭১ মিনিটে তার করা গোলে সমতায় ফেরে ম্যানইউ। পয়েন্ট হারিয়ে টেবিলের সাতেই থাকলো ক্লাবটি। আর ১১ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে অবস্থান করছে নিউক্যাসল।
বিএনএনিউজ/আরকেসি