14 C
আবহাওয়া
৯:৫৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ৩, ২০২৫
Bnanews24.com
Home » রাজধানীতে ৪৯ জুয়ারি আটক

রাজধানীতে ৪৯ জুয়ারি আটক

মিথ্যা সাক্ষ্য দেওয়ায় পুলিশ সদস্য আটক

বিএনএ, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী, কামরাঙ্গীরচর, দক্ষিণ কেরানীগঞ্জ ও নারায়ণগঞ্জ শহরে পৃথক অভিযান চালিয়ে ৪৯ জুয়ারিকে আটক করেছে র‌্যাব-১০ ও ১১।

সোমবার (২৮ ডিসেম্বর) র‌্যাব-১০ সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, রোববার দিবাগত রাতে ব্যাটালিয়নের একটি দল যাত্রাবাড়ীর দক্ষিণ সায়দাবাদ এলাকায় অভিযান চালায়। এ সময় জুয়া খেলা অবস্থায় ১৪ জনকে আটক করা হয়। তারা হলো- আবু বক্কর সিদ্দিক, রাশেদুল ইসলাম, আবু সাঈদ মন্ডল, আব্দুল হালিম, কাঞ্চন মিয়া, হযরত আলী, হালিম সরকার, শাহআলম, হাবিবুর রহমান, ইলিয়াস হোসেন, মনিরুল ইসলাম, মোক্তার আলী, হোসেন আলী এবং নাজিম উদ্দিন। তাদের কাছ থেকে ৮টি মোবাইল ফোন, ২৫০ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

এছাড়া একইদিন কামরাঙ্গীরচরের রুপনগর এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৭ জনকে আটক করেছে ব্যাটালিয়নের পৃথক দল। আটকরা হলো- আরশাদুল, রুবেল, খোকন, জাহাঙ্গীর আলম, সোহেল, বাবুল এবং ইউসুফ। তাদের কাছ থেকে ৭টি মোবাইল ফোন, ১০২ পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১৯ হাজার ৮০০ টাকা জব্দ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে র‌্যাব-১০ আরও জানিয়েছে, ব্যাটালিয়নের অপর একটি দলের অভিযানে রোববার রাতে দক্ষিণ কেরানীগঞ্জের বনগ্রাম বাজার এলাকা থেকে ১৪ জন জুয়ারীকে আটক করেছে। তারা হলো- ফারুক, ওমর ফারুক, আবুল কালাম, মনির, জাহাঙ্গীর হাসান, শহিদুল, ইমরান হোসেন সাগর এবং শাহআলম। তাদের কাছ থেকে ৯টি মোবাইল ফোন, ৫৫পিস জুয়া খেলার কার্ড ও নগদ ১১ হাজার ৩০ টাকা উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সোমবার দুপুরে ব্যাটালিয়নের একটি দল নারায়ণগঞ্জের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা সংলগ্ন ৩নং মাছঘাটের জুয়ার আস্তানায় অভিযান চালা। এ সময় ২০জন জুয়ারীকে আটক করা হয়। তারা হলো- রবিউল ইসলাম, সেলিম, সাখাওয়াত হোসেন, বাদশা, কমল, ইকবাল হোসেন, মোজাম্মেল শিকদার, আলী আক্কাস, শহীদ রহমান, রতন, রতন চন্দ্র বর্মণ, প্রদীপ চন্দ্র দাস, সামসুল হক পাখি, আমির, দুলাল উদ্দিন, মিজানুর রহমান, তপন খন্দকার, পরিতোষ সাহা, সেলিম খান ও গৌরাঙ্গ মালাকার। তাদের কাছ থেকে নগদ ৯ হাজার ৪৫০ টাকা ও জুয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে র‌্যাব জানতে পেরেছে, কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় দীর্ঘদিন ধরে নানা কায়দায় মাদক সেবন এবং জুয়ার আসর চলছিল। কখনো বাসের ভেতর আবার কখনো ২-৩ বাস রেখে মাঝে চলতো এই মাদক সেবন ও জুয়ার আসর। সম্প্রতি একটি সংঘবদ্ধ চক্র ৩নম্বর মাছ ঘাটের পাশে রেলওয়ের খালি জায়গা দখল করে বাঁশ ও টিন দিয়ে বেড়া দিয়ে জুয়ার আস্তানা বানিয়ে জুয়ার আসর চালাচ্ছিলো। সেখানে প্রায় শতাধিক লোক নিয়মিত জুয়া খেলতো এবং প্রতিদিন লাখ লাখ টাকার খেলা হতো।

আটকরা পেশাদার জুয়ারি। দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে এবং এর মাধ্যমে নিজেদের সর্বস্ব হারাচ্ছে।

বিএনএনিউজ/এসকেকে/ এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ