32 C
আবহাওয়া
৭:৫৪ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৪
Bnanews24.com
Home » হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা

বিএনএ,ঢাকা: ‘হজ ও ওমরা ব্যবস্থাপনা আইন ২০২০’ এর খসড়ার নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। এ আইনটি পাস হলে কোন হজ ও ওমরাহ এজেন্সি অনিয়ম করলে নিবন্ধন বাতিলের পাশাপাশি আর্থিক জরিমানার মুখে পড়তে হবে। সোমবার (২৮ ডিসেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার ভার্চুয়াল বৈঠকে এ অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে সচিবালয়ে এক সংবাদ সম্মেলঅনে সাংবাদিকদের কাছে এ বিষয়ে বিস্তারিত তুলে ধরেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

তিনি বলেন, ২০১১ সাল থেকে সৌদি আরব হজ ব্যবস্থাপনাকে পরিবর্তন করে ফেলেছে।পাকিস্তান, ভারত, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া আইন করে ফেলেছে।হজ ব্যবস্থাপনার সঙ্গে ইকুইপ্ট করতে গেলে একটা আইনি কাঠামোর প্রয়োজন। নীতিমালার পরিবর্তে আইন করার জন্য ২০১২ সালে মন্ত্রিসভার নির্দেশনা ছিল।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, নতুন আইনে হজ ও ওমরাহ ব্যবস্থাপনার সার্বিক দায়িত্ব সরকারের ওপর ন্যস্ত থাকবে।সরকার হজ ও ওমরাহ ব্যবস্থাপনার লক্ষ্যে সৌদি সরকারের সঙ্গে চুক্তি এবং সমঝোতার ভিত্তিতে সে দেশের যেকোনো স্থানে হজ অফিস স্থাপনসহ সার্বিক কার্যক্রম করতে পারবে।আইনের অধীনে নিবন্ধন ছাড়া কাউকে ওমরাহ বা হজে কেউ পাঠাতে যাবে না। যদি কেউ এ বিষয়ে কোনও অনিয়ম করে, তাহলে নিবন্ধন কর্তৃপক্ষ উপযুক্ত তদন্ত ও শুনানির সুযোগ দিয়ে হজ ও ওমরা এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে।

তিনি বলেন, হজের চুক্তি এখানে হওয়ার পরে কেউ সৌদিতে গিয়ে ঠকালে তবে ওই অপরাধ এই দেশে (বাংলাদেশে) হয়েছে বলে গণ্য করে এই আইন অনুযায়ী বিচার করা হবে। হজ ও ওমরাহ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি জরিমানা করা হবে।

খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, ওমরাহ এজেন্সি অনিয়ম করলে নিবন্ধন খোয়ানোর সঙ্গে সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত জরিমানার মুখে পড়বে তারা।আর নতুন আইনে হজ এজেন্সিগুলো অনিয়ম করলে তাদের নিবন্ধন বাতিলের পাশাপাশি সর্বোচ্চ ৫০ লাখ টাকা জরিমানা করা হবে।অনিয়মের জন্য পর পর দুই বছর ওয়ার্নিং দেয়া হলে দুই বছরের জন্য লাইসেন্স বাতিল হবে।এছাড়া দৈব দুর্বিপাক, মৃত্যু, দুর্ঘটনা, হজযাত্রীদের আকস্মিক প্রয়োজনে আইন অনুযায়ী আপদকালীন তহবিল গঠন করবে সরকার।হজ এজেন্সিগুলো সত্ত্ব পরিবর্তন করতে চাইলে নিবন্ধন কর্তৃপক্ষের কাছ থেকে অনুমতি নিতে হবে বলে জানান তিনি।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ