21 C
আবহাওয়া
১১:০১ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন: চলছে ভোট গণনা

সীতাকুণ্ড পৌরসভা নির্বাচন: চলছে ভোট গণনা


বিএনএ,চট্টগ্রাম: শেষ হলো সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনের ভোটগ্রহণ। সোমবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে টানা ভোটগ্রহণ। এখন চলছে ভোট গণনা। সীতাকুণ্ড পৌরসভাতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ১৭টি কেন্দ্রের ৯৮টি বুথে ভোটগ্রহণ করা হয়।

সিনিয়র আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার আতাউর রহমান বলেন, বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে। এখন গণনা চলছে। এছাড়া নির্বাচন বর্জন করেছেন এক মেয়র প্রার্থী।

প্রসঙ্গত, সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে মেয়র পদে ৩ জন, সাধারণ কাউন্সিলর পদে ৬৩ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নয়টি ওয়ার্ডে মোট ভোটার ৩৪ হাজার ৮১৩ জন। এর মধ্যে পুরুষ ১৭ হাজার ৮২৭ জন ও মহিলা ভোটার ১৬ হাজার ৯৮৬ জন।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ