বিএনএ,টাঙ্গাইল:টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ট্রাক চাপায় মোটরসাইকেলের আরোহী তিন কিশোর নিহত হয়েছে।সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার সিংগুরিয়া ব্রিজের কাছে টাঙ্গাইল-ভূঞাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- ভূঞাপুর উপজেলার কাগমারীপাড়া গ্রামের ইউসুফের ছেলে মো. রশিদ (১৫), একই গ্রামের লাল মিয়ার ছেলে মুন্না (১৮) ও সৌরভ (১৯)।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নিহতরা মোটরসাইকেলে করে ভূঞাপুর উপজেলার কাগমারিপাড়া থেকে টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। পথিমধ্য তারা ঘাটাইল উপজেলার শিংগুরিয়া এলাকায় পৌছলে একটি ট্রাক তাদের চাপা দেয়।এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের এক আরোহী নিহত হয় এবং দু’জন আহত হয়।পরে আহতদের মধ্যে একজনকে ভূঞাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। আরেকজনকে উদ্ধার করে টাঙ্গাইল নেয়ার পথে তার মৃত্যু হয়।
ভূঞাপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মুরাদ হোসেন জানান, টাঙ্গাইল-ভূঞাপুর সড়কের সিংগুরিয়া ব্রিজের ওপর একটি ট্রাক বিপরীত থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা ওই তিন আরোহী কিশোরের মধ্যে রশিদ ও মুন্নার মৃত্যু হয়। আর আশঙ্কজনক অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেয়ার পথে মারা যায় সৌরভ।
বিএনএনিউজি/ওজি,আরকেসি