Bnanews24.com
এক নজরে বাংলাদেশ সব খবর

ভোট দেখতে এসে মারা গেলেন  নৌকার সমর্থক

বিএনএ , পাবনা:  পাবনার চাটমোহরে পৌরসভা নির্বাচন দেখতে এসে  মারা গেছে  সুজন মাহমুদ (৩৭) নামে   নৌকার এক সমর্থক ।সোমবার(২৮ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের এনায়েতুল্লাহ সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রের পাশে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান।মৃত সুজন উপজেলার বিলচলন ইউনিয়নের নটাবাড়িয়া গ্রামের শাহ মাহমুদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে বালুচর মাঠ এলাকায় কেন্দ্রের বাইরে দলীয় নেতাকর্মীদের সঙ্গে দাঁড়িয়ে ছিলেন সুজন । তার বুকে নৌকা মার্কার ব্যাজ লাগানো ছিল। হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে তাকে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক সুজনকে মৃত ঘোষণা করেন।

বিএনএ/ওজি