Bnanews24.com
Home » যশোরে যুবককে শ্বাসরোধে হত্যা
অপরাধ এক নজরে সব খবর

যশোরে যুবককে শ্বাসরোধে হত্যা

বিএনএ, যশোর: যশোরে বেনাপোলে  গলায় তার পেঁচিয়ে আল-আমিন নয়ন (২৮)।এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার(২৬ ডিসেম্বর) সকালে  বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে। তিনি বেনাপোল স্থলবন্দরের ৩৭নং শেডে এনজিওকর্মী হিসেবে কাজ করতেন।

স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা যায়, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। সকালে  একটি গাছের নিচে তাঁর মরদেহ পাওয়া যায়।  গলায় কিছু পেঁচিয়ে তাকে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এ ছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় গোজা ছিল।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা তদন্তসাপেক্ষে বলা যাবে।

বিএনএ/ওজি