22 C
আবহাওয়া
১:৩৬ অপরাহ্ণ - জানুয়ারি ২১, ২০২৫
Bnanews24.com
Home » ফটিকছড়ির সাবেক ইউপি চেয়ারম্যান রাউজানে উদ্ধার, গ্রেপ্তার ৫

ফটিকছড়ির সাবেক ইউপি চেয়ারম্যান রাউজানে উদ্ধার, গ্রেপ্তার ৫


বিএনএ ডেস্ক : চট্টগ্রাম নগরীর অক্সিজেন এলাকা থেকে অপহৃত ফটিকছড়ির নারায়ণ হাট ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ কে (৫৫) রাউজান থেকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত পাঁচ অপহরণকারীকে  গ্রেপ্তার করেছেন মহানগর গোয়েন্দা পুলিশ ও সিএমপির বায়েজিদ থানা পুলিশ।

বুধবার ভোরে উপজেলার হলদিয়া ইউনিয়নের গর্জনীয়া এলাকায় বায়েজিদ থানা ও গোয়েন্দা পুলিশের যৌথ টিম অভিযান পরিচালনা করে তাকে উদ্ধার করতে সক্ষম হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।

জানা যায়, গত মঙ্গলবার সন্ধ্যায় হারুনুর রশিদকে অপহরণ করে রাউজানে নিয়ে বন্দী করে রাখে অপহরণকারীরা। পরে তার মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দাবি করে তারা।

বিষয়টি নগরীর বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে অবহিত করেন সাবেক ইউপি চেয়ারম্যানের স্বজনেরা। তথ্য প্রযুক্তির সহায়তায় টিম বায়েজিদ অপহৃত চেয়ারম্যানের অবস্থান নিশ্চিত হয়ে নগর গোয়েন্দা পুলিশকে সাথে নিয়ে রাউজান থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালায়। অভিযানে অপহৃত ইউপি চেয়ারম্যানকে উদ্ধার এবং অপহরণের ঘটনায় জড়িত ৫ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় যৌথ টিম।

গ্রেপ্তারকৃতরা হলেন-রাউজান থানার পূর্ব গুজরা ইউনিয়নের আলী মিয়ারহাট ফেরদৌস মাস্টারের মৃত ফেরদৌসুল আলম এর ছেলে আল ফয়জুল আলম প্রকাশ রবিউল (৩৫), বায়েজিদ বোস্তামী থানার কুলাগাঁও মো. ইসমাঈলের ছেলে মো. সোহানুর রহমান (২৮), বায়েজিদ বোস্তামী এলাকার মাজার গেইট মো. সাদেকুল আলম (২৯), বায়েজিদ বোস্তামী অক্সিজেন এলাকার ব্যাপারী পাড়া মৃত মো. শরীফ মো. লোকমান শরীফ (৩৫), বায়েজিদ বোস্তামীর আমিন জুট মিলস মোঃ এমএ শরীফ এর মো. শফিকুল ইসলাম বাপ্পী (৩০) ও কোতোয়ালী আন্দরকিল্লা এলাকার মো. আবু তাহের মো. আরমান প্রকাশ মানিক (৪৪)। মূলত আল ফয়জুল আলম প্রকাশ রবিউলের নির্দেশে এই অপহরণের ঘটনা ঘটে বলে স্থানীয় ও পুলিশ সুত্র জানায়।

এ তথ্য নিশ্চিত করেন রাউজান থানার ওসি শফিক আলম চৌধুরী। প্রসঙ্গত, সাবেক ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ ফটিকছড়ি উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের প্রয়াত আমিনুল হকের ছেলে। তিনি নারায়ণহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন।

বিএনএনিউজ২৪ডটকম 

Loading


শিরোনাম বিএনএ