বিএনএ ,ঢাকা: রাজধানীর মুগদা মডেল টাউন ই ব্লক এলাকার ২ নং রোডের ২৩ ও ২৫ নম্বর প্লটের পাশে লেকের পানি থেকে অজ্ঞাত পরিচয়ে (১৪ ) এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালের দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় একজন এলাকাবাসী বলেন,রাতে লেকপার থেকে গরুর জন্য ঘাস সংগ্রহ করছিলাম। তখন কচুরিপানা টান দিতেই পানিতে মানুষের একটি পা দেখতে পাই। সাথে সাথে খবরটি পুলিশকে জানানো হয়।
পরিদর্শক ( এস আই) বোরহান উদ্দিন জানান, আমরা খবর পেয়ে রাতের দিকে মুগদা মডেল টাউন ই ব্লক ২ নাম্বার রোড ২৩ ও ২৫ নাম্বার প্লটের পাশের লেকের পানিতে ভাসমান অবস্থায় কিশোরের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। অজ্ঞাত দুষ্কৃতকারীরা ওই কিশোরকে হত্যার পর পানিতে ফেলে রেখে যায় বলে ধারণা করা হচ্ছে। শরীর ফুলে গেছে। তাই শরীরে আঘাতের চিহ্ন বোঝা যাচ্ছে না। নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি, বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইমসিং কে খবর দিয়েছি। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার নাম পরিচয় সনাক্তের চেষ্টা করা হবে। নিহতের ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে
বিএনএনিউজ/আজিজুল /আরএস/শাম্মী