14 C
আবহাওয়া
৯:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৩, ২০২৫
Bnanews24.com
Home » লিবিয়া থেকে ফিরছেন ১৫৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরছেন ১৫৯ বাংলাদেশি

লিবিয়া থেকে ফিরছেন ১৫৯ বাংলাদেশি

বিএনএ, ঢাকা: লিবিয়া থেকে ১৫৯ বাংলাদেশি বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দেশে ফিরছেন। সেখানকার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়। দূতাবাস জানায়, ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটকসহ বিপদগ্রস্ত মোট ১৫৯ জন বাংলাদেশি নাগরিককে আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় দেশে পাঠানো হচ্ছে।

তাদের মধ্যে ৫৮ জন ত্রিপোলির তারিক মাতার ও তাজুরা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। প্রত্যাবাসিত অভিবাসীরা লিবিয়ার বুরাক এয়ারের ফ্লাইটে বৃহস্পতিবার সকাল ৭টায় ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

ত্রিপোলি থেকে স্বেচ্ছায় প্রত্যাবাসিত প্রবাসীদের দূতাবাস প্রাঙ্গণে এবং আটক অভিবাসীদের লিবিয়ার অভিবাসন অধিদপ্তরের অভ্যর্থনা হলে রাষ্ট্রদূত ও দূতাবাসের অন্যান্য কর্মকর্তারা বিদায় জানান।

এ সময় তাদের নিরাপদে দেশে প্রত্যাবাসনের ব্যবস্থায় দূতাবাসের বিভিন্ন পদক্ষেপ ও প্রচেষ্টা তুলে ধরা হয়।

বিএনএনিউজ/ বিএম/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ