21 C
আবহাওয়া
২:৪৮ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৪
Bnanews24.com
Home » দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের কার

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের কার

দুর্ঘটনার কবলে হাসনাত-সারজিসের কার

লোহাগাড়া প্রতিনিধি:  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আব্দুল্লাহ ও সারজিস আলমকে বহনকারী  একটি কার( চট্টমেট্টো-গ- ১৩-৪৮০৮) ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়েছে।  গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেছে। তবে সৌভাগ্যক্রমে কারের আরোহীরা অক্ষত রয়েছেন। চট্টগ্রামে নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে তারা এ দুর্ঘটনায় পড়েন।

বুধবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে। এলাকাটি লোহাগাড়া উপজেলার অধীন। লোহাগাড়া থানার দায়িত্বরত সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. আলিম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেন।

দুর্ঘটনার পর সেই ট্রাকচালককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। আটক ট্রাকচালকের নাম মুজিবর রহমান (৪০)। তার বাড়ি ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বইলর গ্রামে।

লোহাগাড়া থানার ডিউটি অফিসার এএস আই হানিফ জানান, এখন ট্রাকচালক এবং হেল্পারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পেছনে অন্য কোন উদ্দেশ্য রয়েছে।

এর আগে চট্টগ্রাম মহানগরের জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাইফুল ইসলাম আলিফের মরদেহ নিয়ে যাওয়া হয়। সেখানে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন হাসনাত আবদুল্লাহ এবং সারজিস আলম।

দাফনের পর অ্যাডভোকেট সাইফুলের কবর জিয়ারত করেন হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

 

বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ