বিএনএ, ঢাকা: দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে বৃহস্পতিবার(২৮ নভেম্বর) সকাল ৬ টায় একই এলাকায় অবস্থান করছে। এটি আরো উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর ও ঘণীভূত হতে পারে।
ভারতের আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ কার্যত স্থির রয়েছে। এটি শ্রীলঙ্কার উপকূল ঘেঁষে প্রায় উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে এবং তীব্রতর হতে পারে। আগামী ১২ ঘন্টার মধ্যে ঘূর্ণিঝড়ে রুপ নিতে পারে। এরপর এটি উত্তর-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে অতিক্রম করতে থাকবে। উত্তর তামিলনাড়ু-পুদুচেরি হয়ে ৩০নভেম্বর সকালে করাইকাল এবং মহাবালিপুরমের মধ্যবা দিয়ে উপকূল অতক্রম করতে পারে।
একটি গভীর নিম্নচাপ হিসাবে বাতাসের গতিবেগ ৫০-৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ঘন্টায় ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
কুয়াশা: শেষরাত থেকে ভোর পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।
তাপমাত্রা: সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ।
ঢাকায় বাতাসের গতি ও দিক : উত্তর/উত্তর-পূর্ব দিক থেকে ঘন্টায় (০৬-১২) কি. মি.।
আজ সকাল ০৬ টা’য় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল : ৮৮%
আগামীকাল শুক্রবার (২৯ নভেম্বর) ঢাকায় সূর্যোদয় : ভোর ০৬ টা ২৩ মিনিট
আজ (২৮ নভেম্বর) ঢাকায় সূর্যাস্ত : সন্ধ্যা ০৫ টা ১০ মিনিট
বিএনএনিউজ২৪, এসজিএন, শাম্মী