বিএনএ, সাতকানিয়া(চট্টগ্রাম): শুস্ক মৌসুমে গ্রামে ও শহরে পানির স্তর নিচে নেমে যাওয়া, দিন দিন সর্বত্র পানির সংকট বৃদ্ধি পাবার প্রেক্ষিতে পানির অপচয়রোধে সকলকে সচেতন হতে হবে।
মঙ্গলবার(২৮নভেম্বর) সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে সাতকানিয়া উপজেলা সম্মিলিত পানি সম্পদ ব্যবস্হাপনা কমিটির উদ্যেগে এক মতবিনিময় সভায় বক্তাগণ উপরোক্ত আহবান জানান।
সভায় ঢাকা থেকে পানি সম্পদ মন্ত্রনালয়ের পানি সম্পদ পরিকল্পনা সংস্থার (ওয়াপো)’র মহাপরিচালক মোহাম্মদ রেজাউল মকছুদ জাহেদী প্রধান অতিথি হিসেবে ভারস্যুয়েলি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।
সাতকানিয়া উপজেলা নির্বাহী অফিসার মিল্টন বিশ্বাস এর সভাপতিত্বে আয়োজিত কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্জুমান আরা, উপজেলা সহকারী কমিশনার ভূমি মো আরাফাত সিদ্দিকী, ওয়াপো’র উদ্বর্তন বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাসান শাহরিয়ার, কারিগরি পরিচালক আবুল কালাম আজাদ, সাতকানিয়া উপজেলা প্রকৌশলী পারভেজ সারোয়ার হোসেন, সাতকানিয়া প্রেসক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উননবী খোকন, জনস্বাস্থ্য প্রকৌশলী মিজানুর রহমান, পানি উন্নয়ন বোর্ডের উপ বিভাগীয় প্রকৌশলী অপু দেব,বিএডিসি’র উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ ইকবাল হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে ছদাহার মো মোরশেদুর রহমান, কাঞ্চনার রমজান আলী ও চরতির রুহুল্লাহ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন ।
সভায় পানিসম্পদের সম্মেলিত উন্নয়ন, ব্যবস্হাপনা, সুরক্ষা, সংরক্ষণ, আহরণ,ব্যবহার আইন ও বিধিমালা বিষয়াদি নিয়ে আলোচনা করা হয়।
এসএমএনকে, এসজিএন