26 C
আবহাওয়া
৪:১৯ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » মনোনয়ন পত্র জমা দিলেন ফজলে করিম চৌধুরী

মনোনয়ন পত্র জমা দিলেন ফজলে করিম চৌধুরী

মনোনয়ন পত্র জমা দিলেন ফজলে করিম চৌধুরী

বিএনএ, চট্টগ্রাম : মনোনয়ন পত্র জমা দিলেন চট্টগ্রাম -৬ আসনে আওয়ামীলীগের মনোনীত  প্রার্থী ফজলে করিম চৌধুরী। চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোঃ ফখরুজ্জমানের কাছে  মঙ্গলবার(২৮ নভেম্বর) তিনি এ মনোনয়নপত্র জমা দেন।

এ সময়ে আরও উপস্থিত ছিলেন রাউজান উপজেলা চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আবদুল ওহাব, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরী,রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহাজাহান ইকবাল, চেয়ারম্যান মুক্তিযোদ্বা শফিকুল ইসলাম, আব্বাস উদ্দিন আহম্মদ ।

মনোনয়ন পত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এবি এম ফজলে করিম চৌধুরী বলেন, চট্টগ্রাম ৬ রাউজান আসনে রাউজানবাসী আমাকে ২০০১ সাল থেতে ২০১৮ সাল পর্যন্ত চারটি সংসদ নির্বাচনে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেন । আমি রাউজানবাসীর ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়ে রাউজানের উন্নয়নে কাজ করেছি। রাউজানকে সন্ত্রাসমুক্ত করেছি । এক সময়ের সন্ত্রাসের জনপদ রাউজানকে শান্তির জনপদে পরিণত করেছি । আগামী ৭ জানুয়ারী দ্বাদশ সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে রাউজানবাসী আমাকে ৫ম বারের মতো সংসদ সদস্য নির্বাচিত করবে

এবি এম ফজলে করিম চৌধুরী  ৯৬ সালের সংসদ নির্বাচনে রাউজান আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বিএনপির প্রার্থী গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করেন । ৯৬ সালে বিজয়ী হন  বিএনপির  গিয়াস উদ্দিন কাদের চৌধুরী।

পরবর্তী ২০০১, ২০০৯, ২০১৪, ২০১৮ সালের সংসদ নির্বাচনে পর পর টানা চার বার সংসদ সদস্য নির্বাচিত হয় আওয়ামী লীগের দলীয় প্রার্থী এবি এম ফজলে করিম চৌধুরী।

উল্লেখ্য, ২শত ৪৩ বর্গকিলেমিটার আয়তনের  রাউজান উপজেলায় ১৪টি ইউনিয়ন ও পৌরসভায় ৩ লাখ ১৫ হাজার ৫৬২ জন ভোটার রয়েছে।

বিএনএ/ শফিউল আলম , ওজি

Loading


শিরোনাম বিএনএ