21 C
আবহাওয়া
৯:৫৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » রিয়াজুদ্দিন বাজারে যুবককে পিটিয়ে হত্যা

রিয়াজুদ্দিন বাজারে যুবককে পিটিয়ে হত্যা


বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের  রিয়াজউদ্দিন বাজারে সুমন সাহা (৪৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা।
সোমবার রাত(২৭ নভেম্বর) আব্দুল্লাহ সিদ্দিকী রোডে আর এস টাওয়ারের একটি ভবনে এ ঘটনা ঘটেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে পুলিশ তিনজনকে আটক করেছে।
নিহত সুমন সাহা দ্বিতীয় তলায় ব্যাচেলর বাসায় থাকতেন বলে পুলিশ জানান।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার অতনু চক্রবর্ত্তী জানান গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান,  সোমবার কয়েকজন লোক রাতে সুমনের বাসায় গিয়ে তাকে বেধড়ক মারধর করে। এতে সুমনের মৃত্যু হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে মারধরের কারণে রক্তের জমাটবাঁধা কালচে দাগ দেখা গেছে।মাদক ও স্বর্ণ চোরাচালানের বিরোধ থেকে এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
মঙ্গলবার ভোর পর্যন্ত আটক করা তিনজনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি আরও জানান।
বিএনএ/ রেহানা, ওজি

 

Loading


শিরোনাম বিএনএ