20 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা

জিপিএ-৫ না পাওয়ায় আত্মহত্যা


বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের গফরগাঁওয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ না পাওয়ায় স্যাভলন পানে প্রমা দত্ত নিঝুম (১৬) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার (২৮ নভেম্বর) সন্ধ্যার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে।

প্রমা দত্ত নিঝুম বাঁশিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নির্মল চন্দ্রের মেয়ে ও স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।

পুলিশ ও স্থানীয় সুত্র জানায়, প্রমা দত্ত নিঝুম স্থানীয় খায়রুল্লাহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান শাখায় এসএসসি পরীক্ষায় অংশ নেয়। দুপুরে ফলাফল ঘোষণা হলে নিঝুম জিপিএ ৪.৬৭ পাশ করেন। পৌর শহরের পন্ডিতপাড়া এলাকার বাসায় বিকালের দিকে পরিবারের সদস্যদের অগোচরে স্যাভলন খেয়ে অসুস্থ হয়ে যায়।

পরে পরিবারের লোকজন খোঁজ পেয়ে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। সেখানে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যার দিকে তাঁর মৃত্যু হয়।

এবিষয়ে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, নিজে খোঁজখবর নিয়ে ওই শিক্ষার্থীর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। লিখিত ভাবে কেউ বিষয়টি জানায়নি।

বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ