17 C
আবহাওয়া
৬:৪০ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন আহত, ২ জন গুরুতর

রাঙামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে তিনজন আহত, ২ জন গুরুতর

বিদ্যুৎস্পৃষ্ট

বিএনএ, রাঙামাটি : রাঙামাটির নানিয়ারচরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনজন আহত হয়েছেন বলে জানা গেছে। এর মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাদের প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে ইসলামপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নানিয়ারচরের বুড়িঘাট ইউনিয়নের ইসলামপুরে রবি টাওয়ারের সিঁড়ি দিয়ে উপরে ওঠতে চাইলে বিদ্যুৎস্পৃষ্ট হয় তিন জন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতরা হলেন মাহাবুব রানা পলাশ (১৬), নুর আলম (১৫), মোঃ ফোরকান (১৫)।

স্থানীয় জালাল বিশ্বাস বলেন, গুরুতর আহত হওয়ায় মাহাবুব ও নুর আলমকে রাঙামাটি জেনারেল হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।

এ বিষয়ে বুড়িঘাট ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান কল্পনা চাকমা জানান, বিদ্যুৎস্পৃষ্টদের মধ্যে মাহাবুব আর নুর আলমের অবস্থা খুবই আশঙ্কাজনক।

বিএনএ/ কাইমুল ইসলাম ছোটন , ওজি

Loading


শিরোনাম বিএনএ