21 C
আবহাওয়া
১২:০৩ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৭, ২০২৪
Bnanews24.com
Home » তুমুল লড়াই, সার্বিয়া-ক্যামেরুনের ড্র

তুমুল লড়াই, সার্বিয়া-ক্যামেরুনের ড্র

তুমুল লড়াই, সার্বিয়া-ক্যামেরুনের ড্র

বিএনএ, ক্রীড়া ডেস্ক : বিশ্বকাপে টিকে থাকার জন্য আজকে জয় দরকার ছিল সার্বিয়ার। ক্যামেরুন ঘুরে দাঁড়ানোর কারণে ৩-৩ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় সার্বিয়াকে।

সোমবার(২৮ নভেম্বর) বিকেল ৪টায় কাতারের আল জানুব স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল ক্যামেরুন-সার্বিয়া। প্রথম থেকে জয়ের জন্য তাড়াহুড়া করছিল সার্বিয়া। ১০ মিনিটে স্ট্রাইকার আলেকসান্ডার মিত্রোভিকের গোলমুখী বলটি বারে লেগে ফিরে আসে।

সার্বিয়ার ভুলের মাশুল দিতে হয় ২৮ মিনিটে। কর্নার কিক থেকে ক্যামেরুন ডিফেন্ডার জিন-চার্লস ক্যাসটেলেটো হেড দিয়ে বল ঢোকান সার্বিয়ানদের গোলে। গোল খেয়ে ছন্দে থাকা সার্বিয়া কিছুটা এলোমেলো হয়ে পড়েছিল। তবে দ্রুত নিজেদের সামলে নিতে পেরেছে তাঁরা। ৪৫ মিনিটে দলকে সমতায় ফেরান ডিফেন্ডার স্ট্রাহিঞ্জা পাভলোভিচ। পাভলোভিচের করা হেড থেকে গোলটি আসে।

দুই মিনিট পরেই ব্যবধান বাড়ান সার্বিয়ান স্ট্রাইকার সার্জেস মিলিনকোভিচ-সাভিক। তাতে প্রথম গোল হজমের দুঃখ ভুলে ২-১ গোলের লিড নিয়ে বিরতিতে যায় সার্বিয়া।

বিরতি শেষে ৫২ মিনিটে আরও এক গোল পায় সার্বিয়া। প্রথমার্ধে গোলের সুযোগ নষ্ট করা মিত্রোভিক এবার সার্বিয়াকে ৩-১ গোলের লিড এনে দেয়। এদিকে তিন গোল হজম করেও মাথা ঠান্ডা রেখে খেলতে থাকেন ক্যামেরুনের খেলোয়াড়েরা।

পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ৬৩ মিনিটে ক্যামেরুনের জন্য স্বস্তি এনে দেন ভিনসেন্ট আবুবকর। ৩-২ গোলে তখনও সার্বিয়া এগিয়ে ছিল। , দুই মিনিট পরেই ৩-৩ গোলে সমতা এনে দেন এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। এবারের গোলের পিছনেও অবদান রেখেছেন আবুবকর।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ