20 C
আবহাওয়া
৯:৪৭ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » ভারতে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ১৭

ভারতে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ১৭

ভারতে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনায় নিহত ১৭

বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের পশ্চিমবঙ্গে যাত্রীবোঝাই ট্রাক দুর্ঘটনার অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে ১০ জন পুরুষ, ৬ জন নারী ও এক শিশু রয়েছে।

শনিবার (২৭ নভেম্বর) রাত ২টার দিকে পশ্চিমবঙ্গের নদীয়ার হাঁসখালি ব্লকের ফুলবাড়ি মাঠের কাছে মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ভারতীয় গণমাধ্যমের তথ্য মতে, উত্তর ২৪ পরগনার বাগদা থেকে শ্মশানযাত্রীদের একটি দল ট্রাকে করে নবদ্বীপে যাচ্ছিলেন। ওই ট্রাকে ৪০ জন যাত্রী ছিলেন। পথিমধ্যে রাত ২টার দিকে নদীয়ার ফুলবাড়ি খেলার মাঠের কাছে সড়কে দাঁড়িয়ে থাকা একটি পাথরবোঝাই ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় শববাহী ট্রাকটি। এতেই ওই হতাহতের ঘটনা ঘটে। আহতদের হাসপাতলে ভর্তি করা হয়েছে।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ