18 C
আবহাওয়া
১:৩৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৫, ২০২৫
Bnanews24.com
Home » বেরোবিতে দুই শিক্ষকসহ বরখাস্ত ৯

বেরোবিতে দুই শিক্ষকসহ বরখাস্ত ৯


বিএনএ, বেরোবি : আবু সাঈদ হত্যার সঙ্গে জড়িত এবং ওই মামলার এজহারনামীয় আসামি হওয়ায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষকসহ ৭ কর্মকর্তা ও কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ে সব ধরনের রাজনীতি নিষিদ্ধ করা হয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ৭২ শিক্ষার্থীর নামে থানায় মামলা করা হবে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১০৮তম সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী এ তথ্য নিশ্চিত করেছেন।

বেরোবি উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীদের নৈতিক শৃঙ্খলার তত্ত্বাবধান ও নিয়ন্ত্রণ করার লক্ষ্যে ক্যাম্পাসে চাঁদাবাজি, টেন্ডারবাজি, সিট বাণিজ্য ও হল দখলকারী লেজুড়বৃত্তিক রাজনীতি বন্ধ থাকবে।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের গেজেটের ৪(ক) অনুযায়ী কোনো শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী রাজনীতির সঙ্গে যুক্ত হতে পারবে না। এর আগে কেন হয়েছে তা আমাদের দেখতে হবে। কেউ যুক্ত হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিশ্ববিদ্যালয়ের এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা।

বিএনএনিউজ/এইচ.এম/এইচমুন্নী

 

Loading


শিরোনাম বিএনএ