15 C
আবহাওয়া
১১:০৬ পূর্বাহ্ণ - জানুয়ারি ২৭, ২০২৫
Bnanews24.com
Home » টাইগারদের ২৩০ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস

টাইগারদের ২৩০ রানের টার্গেট দিল নেদারল্যান্ডস

Netherlands vs Bangladesh World Cup 2023 Live Updates.

কলকাতার ইডেন গার্ডেন্সে(Eden Gardens, Kolkata) বিশ্বকাপের ম্যাচে(ICC Men’s Cricket World Cup 2023) ৫০ ওভারে ২২৯ রানে গুটিয়ে গেছে নেদারল্যান্ডস(Netherlands v Bangladesh)। বাংলাদেশের চার বোলার পেয়েছেন দুটি করে উইকেট। তবে সবচেয়ে নজরকাড়া ছিলেন মোস্তাফিজুর রহমান। ১০ ওভারে ৩৬ রান দিয়ে ২ উইকেট পেয়েছেন তিনি।

শনিবার(২৮ অক্টোবর) বাংলাদেশের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করে নেদারল্যান্ডস।৪ রানে ২ উইকেট হারায় তারা। পরে দলটির রান একশ’ হতেই পড়েছে আরও এক উইকেট।  নেদারল্যান্ডস ৩০ ওভার খেলতে হারায় ৫ উইকেট।

বাংলাদেশের শেখ মেহেদি হাসান,মোস্তাফিজুর রহমান,তাসকিন ও শরীফুল ২টি করে এবং অধিনায়ক সাকিব মাত্র ১টি উইকেট লাভ করেছেন। মিরাজ ৪ ওভার খেলে ১৭ রান দেন কিন্ত উইকেটের দেখা পাননি।

এখন নেদারল্যান্ডসকে(Netherlands v Bangladesh) হারাতে হলে টাইগারদের করতে হবে ২৩০ রান।

বিরতি শেষে বাংলাদেশের পক্ষে তানজিদ হাসান তামিম ও লিটন দাস দুই ওপেনার প্রথমে ব্যাট করছেন।

Netherlands vs Bangladesh World Cup 2023 Live Updates.

বিএনএ, ICC Men’s Cricket World Cup 2023, জিএন

Loading


শিরোনাম বিএনএ