19.5 C
আবহাওয়া
৫:০৭ পূর্বাহ্ণ - নভেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » বিএনপির সঙ্গে সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

বিএনপির সঙ্গে সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

বিএনপির সঙ্গে সংঘর্ষ, পুলিশ সদস্য নিহত

বিএনএ, ঢাকা: রাজধানীর ফকিরাপুলে বিএনপির সঙ্গে সংঘর্ষে চলাকালে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন শনিবার(২৮ অক্টোবর)  বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত পুলিশ সদস্যের নাম মো. আমিরুল ইসলাম পারভেজ।তার বাবার নাম মো. সেকান্দার আলী মোল্লা। তার বাড়ি মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার চরকাটারী গ্রামে।তিনি বর্তমানে কনস্টেবল হিসেবে ডিএমপির কাউন্টার টেররিজম ইনভেস্টিগেশন বিভাগে কর্মরত ছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর নয়াপল্টন, কাকরাইল ও নাইটিঙ্গেল মোড়ে দফায় দফায় পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত পুলিশের ৪১ সদস্য আহত হয়েছেন।

এদিকে ডিএমপির মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন দাবি করেছেন, রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আগুন দিয়েছে বিএনপির নেতাকর্মীরা। এছাড়া রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের দুটি অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে।

বিএনএ নিউজ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ