27 C
আবহাওয়া
১:২৯ অপরাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » গাজায় মানবিক যুদ্ধ বিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ

গাজায় মানবিক যুদ্ধ বিরতির পক্ষে জাতিসংঘে প্রস্তাব পাশ

জাতিসংঘ

বিশ্বডেস্ক:  ইসরায়েলের অব্যাহত হামলায় বিপর্যস্ত ফিলিস্তিনের গাজা উপত্যকায় জরুরিভাবে মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাব জাতিসংঘের সাধারণ পরিষদে পাশ হয়েছে। যদিও যুক্তরাষ্ট্র ও ইসরায়েল প্রস্তাবের বিপক্ষে ভোট দেয়েছে।

১৯৩ সদস্যের সাধারণ পরিষদে প্রস্তাবটি উত্থাপন করে ২২টি আরব দেশ। এর পক্ষে ভোট দেয় ১২০ দেশ। আর বিপক্ষে ভোট পড়ে ১৪টি। ভোটদানে বিরত ছিল ৪৫টি দেশ।

গাজায় মানবিক যুদ্ধ বিরতির প্রস্তাব নিয়ে ভোটাভুটির পূর্বে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেন, এই প্রস্তাবের বিপক্ষে ভোটের অর্থ হলো ‘কাণ্ডজ্ঞানহীন যুদ্ধ’ ও ‘কাণ্ডজ্ঞানহীন হত্যাকে’ সমর্থন। অন্যদিকে ইসরায়েল এ প্রস্তাবের নিন্দা জানিয়ে ভোটাভুটিকে ‘কলঙ্ক’ হিসেবে আখ্যা দেয়।

ইসরায়েলে ঢুকে গত ৭ অক্টোবর গাজার শাসক দল হামাসের হামলার পরিপ্রেক্ষিতে উপত্যকায় তিন সপ্তাহ ধরে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সেনা বাহিনী। এসব হামলায় গাজায় প্রাণ হারিয়েছে সাত হাজার তিন শর বেশি ফিলিস্তিনি। অন্যদিকে হামাসের হামলায় প্রাণ যায় এক হাজার চার শর বেশি ইসরায়েলির।

বিএনএ,জিএন

Loading


শিরোনাম বিএনএ