বিএনএ ডেস্ক: জিম্বাবুয়ের বিপক্ষে সুপার টুয়েলভের তৃতীয় ম্যাচ খেলতে সিডনি থেকে ব্রিসবেনে পৌঁছেছে বাংলাদেশ দল। স্থানীয় সময় দুপুর দেড়টায় ব্রিসবেনে পৌঁছায় সাকিব বাহিনী। তবে শুক্রবার অনুশীলন করেনি লাল-সবুজের প্রতিনিধিরা।
শনিবার (২৯ অক্টোবর) গ্যাবায় নিজেদের প্রস্তুত করে পরদিন জিম্বাবুয়ের মুখোমুখি হবে টাইগাররা।
সুপার টুয়েলভে বাংলাদেশ দলের ৫ ম্যাচের ভেন্যু চার শহরে। এজন্য প্রতি ম্যাচের পরদিনই বাংলাদেশ দলকে ধরতে হয় নতুন শহরে যাবার ফ্লাইট। রোববার বাংলাদেশের তৃতীয় ম্যাচ। এবার হোস্ট সিটি ব্রিসবেন। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ এখানে খেললেও এবার স্টেডিয়াম ভিন্ন। ব্রিসবেনের গ্যাবার বাউন্সি উইকেটে জিম্বাবুয়ের আতিথ্য নিতে শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৮ টায় সিডনি ছাড়ে সাকিবের দল। দেড় ঘণ্টার যাত্রা শেষে ব্রিসবেন পৌঁছায় টাইগাররা।
ব্রিসবেন সেন্ট্রালের সোফিটেল হোটেলে উঠেছে বাংলাদেশ দল। দুপুরে পৌঁছালেও অনুশীলন করেনি শ্রীধরণ শিষ্যরা। হোটেলে বিশ্রাম নিয়ে সময় পার করেছে দল। শনিবার ব্রিসবেন সময় সকাল ১০টা আর বাংলাদেশ সময় সকাল ৬টায় অনুশীলন করবে সাকিব, লিটনরা।
গ্যাবায় অস্ট্রেলিয়ার অন্যতম ফাস্ট উইকেটের গ্রাউন্ড। জিম্বাবুয়ের বিপক্ষে তাই পেস মোকাবেলার চ্যালেঞ্জে পড়তে হতে পারে টাইগারদের।
বিএনএ/এ আর