29 C
আবহাওয়া
৮:৪৩ পূর্বাহ্ণ - এপ্রিল ২০, ২০২৪
Bnanews24.com
Home » বাগেরহাটে বেইলি ব্রিজ ধসে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

বাগেরহাটে বেইলি ব্রিজ ধসে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

বাগেরহাটে বেইলি ব্রিজ ধসে ট্রাক খালে, যান চলাচল বন্ধ

বিএনএ ডেস্ক: বাগেরহাটের মোল্লাহাট গাওলা পাগলা বাজার এলাকায় বেইলি ব্রিজ ভেঙে বালু বোঝাই একটি ট্রাক খালে পড়ে গেছে। শুক্রবার (২৮ অক্টোবর) সকাল ৬টার দিকে খুলনা-মাওয়া পুরাতন মহাসড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সকাল থেকে মহাসড়কে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয়রা জানান, ট্রাকটি বাগেরহাটের মোল্লাহাট উপজেলার মাদ্রাসা ঘাট থেকে নসুখালীর দিকে যাচ্ছিল। ট্রাকটি সেতুর ওপর উঠে রেলিংয়ে ধাক্কা মারে। যার ফলে রেলিংসহ ট্রাকটি খালে পড়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাক চালক মো. জাবের (৩২)। ট্রাকে অতিরিক্ত বালু বোঝাই ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা।

বাগেরহাটের সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. ফরিদ উদ্দিন বলেন, ‘খাল থেকে ট্রাকটি উঠানোর জন্য ক্রেন আনার প্রক্রিয়া চলছে। রাতের মধ্যেই ক্রেন আসার কথা রয়েছে। ট্রাক উঠানোর পর ক্ষতিগ্রস্ত সেতু মেরামতের কাজ শুরু করা হবে। সেতু মেরামতের জন্য প্রয়োজনীয় উপকরণ এবং শ্রমিক প্রস্তুত রয়েছে। আশা করি যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই সড়কে যান চলাচল চালু করতে সক্ষম হবো।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ