25 C
আবহাওয়া
১:৪৪ অপরাহ্ণ - জানুয়ারি ১৮, ২০২৫
Bnanews24.com
Home » ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪০ (২৮ অক্টোবর)

ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৪০ (২৮ অক্টোবর)


বিএনএ, ঢাকা : দেশে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৫ জন মারা গেছেন। একই সময়ে আরও ৪৪০ জন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৫৯৫ জনে এবং তাদের মধ্যে মোট ১২৮ জন মারা গেছেন।

শুক্রবার (২৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমানে ৩ হাজার ৫৩৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকার বাইরে ভর্তি আছেন ১ হাজার ২৫৯ জন।

হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন মোট ৩১ হাজার ৫৯৫ জন রোগী।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ