19 C
আবহাওয়া
৯:৪৮ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

অস্ট্রেলিয়াকে ১৫০ রানের টার্গেট দিল শ্রীলঙ্কা

বিএনএ,স্পোর্টসডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভের গ্রুপ ওয়ানের ম্যাচে টস হেরে অস্ট্রেলিয়াকে ১৫৫ রানের টার্গেট ছুঁড়ে দিয়েছে শ্রীলঙ্কা। বৃহস্পতিবার(২৮ অক্টোবর) দুবাই আন্তর্জাতিক স্টেড়িয়ামে খেলাটি অনুষ্ঠিত হচ্ছে।

নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান সংগ্রহ করে শ্রীলঙ্কানরা । ১৫৫ রানের জবাবে ব্যাট করছে অজিরা ।

ব্যাট করতে নেমে ম্যাচের তৃতীয় ওভারের ২ বলে  ৩ রান করে কামিন্সের বলে ওর্য়ানারের হাতে ক্যাচ দিয়ে আউট হয় ওপেনার পাথুন নিসাঙ্কা। শুরুর ধাক্কা ভালভাবে সামাল দেন চারিত আসালাঙ্কা ও কুশাল পেরারা।  প্রথমে আসালাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে তারা তুলে নেয়া ৫৩ ।

এরপর আগ্রাসী হয়ে ওঠে কুশাল পেরারা। মাত্র ৩৬ বলে ৫০ রানের জুঁটি করে তারা।

৯ ওভার ৪ বলের সময় জাম্পার বলে স্মিথের হাতে ক্যাচ আউট হয় আসালাঙ্কা। ভাঙ্গে দ্বিতীয় উইকেটে করা ৬৩ রানের জুঁটি।আউটের আগে ২৭ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৫ রানের ইনিংস খেলেন এই বাঁ-হাতি ব্যাটার।

এর পরের ওভারে স্টার্কের বলে বোল্ড হয়ে ফিরেন কুশাল পেরারাও। ২৫ বলে ৪ চার ও ১ ছক্কায় তিনিও করেন ৩৫ রান।

এরপর আবিষ্কা ফার্নান্দো ও হাসারাঙ্গাকে দ্রুত ফিরায় জাম্পা-স্টার্ক। দলীয় রান তখন ১২ ওভার ২ বলে ৫ উইকেটে ৯৪।

ষষ্ঠ উইকেটে ভানুকা রাজাপাকসা ও অধিনায়ক দাসুন শানাকার ৪০ রানের জুঁটিতে দলীয় রান দাঁড়ায় ১৩৪। ১৯ বলে ১২ রান করে সানাকা কামিন্সের শিকার  হলেও কারুনারত্নকে নিয়ে দলীয় রান দেড়শ পার করেন রাজাপাকসা। ২৬ বলে ৩ চার ও ১ ছক্কায় ৩৩ রান করে অপরাজিত থাকেন এই ব্যাটার। ৬ বলে ১ চারে ৯ রানে অপরাজিত থাকেন চামিকা কারুনারত্নে।

বিএনএ/এমএম

Loading


শিরোনাম বিএনএ