বিএনএ, সাভার: সংক্ষিপ্ত সিলেবাসে এসএসসি পরীক্ষা নেওয়ার দাবিতে সাভার সিটি সেন্টারের সামনে মানববন্ধন করেছে সাভারের স্কুল শিক্ষার্থীরা।বৃহস্পতিবার (২৮ অক্টোবর) উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের সাভার সিটি সেন্টারের সামনে আধঘন্টা ব্যাপী এ মানববন্ধন করেন এসএসসি ব্যাচ-২০২২-এর শিক্ষার্থীরা।
এতে উপজেলার সাভার অধর চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়, সেন্ট্রাল ল্যাবরেটরি স্কুল, রেডিও কলোনী মডেল স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এতে বক্তব্য দেন শিক্ষার্থী এনামুল হক, হাসান, বিজয় চন্দ প্রমুখ।
বক্তারা বলেন, করোনা মহামারির কারণে দীর্ঘদিন ধরে সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিলো। এতে চরমভাবে তাদের লেখাপড়া ব্যাহত হয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা ছাড়া শিক্ষার্থীদের পড়ালেখা সেভাবে হয়নি। তাই বেশির ভাগ শিক্ষার্থীর কোনো প্রস্তুতি নেই। এর মধ্যে নবম শ্রেণিতে কোনো পরীক্ষা ছাড়াই তাদের পাস করিয়ে দেওয়া হয়েছে। এখন স্কুল খোলার পর পরীক্ষার মাঝখানে সময় আছে মাত্র ৬-৭ মাস। ফলে এই সময়ে পুরো সিলেবাস পড়ে শেষ করা কঠিন।’
এই পরিস্থিতিতে ২০২২ সালের এসএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসের মাধ্যমে নেওয়ার দাবি করেন তারা। অন্যথায় বহু শিক্ষার্থীর ঝরে পড়ার আশঙ্কা দেখা দেবে বলে মন্তব্য তাদের।
বিএনএ/ ইমরান খান, ওজি