22 C
আবহাওয়া
২:২৩ অপরাহ্ণ - জানুয়ারি ১০, ২০২৫
Bnanews24.com
Home » তিন মাদক কারবারি র‌্যাবের জালে

তিন মাদক কারবারি র‌্যাবের জালে

তিন মাদক কারবারি র‌্যাবের জালে

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে সাড়ে ১৪ লাখ টাকার ৪ হাজার ৮৩০ ইয়াবা বড়িসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। বুধবার ( ২৭ অক্টোবর) ৬টার দিকে হাটহাজারী থানাধীন ভাটিয়ারী লিংক রোডস্থ বড় দিঘীরপাড় এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন-মো. আব্দুর রহিম (২৬),মো. সেলিম (৩৪) ও মোঃ শুয়াইব (১৯)।

র‌্যাব-৭, চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪ হাজার ৮৩০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ১৪ লক্ষ ৫০ হাজার টাকা।

দীর্ঘ দিন যাবৎ চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক কারবারি হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা চট্টগ্রামসহ দেশের অন্যান্য অঞ্চলের মাদক কারবারি ও মাদক সেবনকারীদের কাছে বিক্রি করে আসছে বলে তারা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

এ সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/আমিন

Loading


শিরোনাম বিএনএ