17 C
আবহাওয়া
৭:৩১ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৩, ২০২৫
Bnanews24.com
Home » সৌদি আরবের সড়কে ময়মনসিংহের যুবক নিহত

সৌদি আরবের সড়কে ময়মনসিংহের যুবক নিহত


বিএনএ, ময়মনসিংহ : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আমিরুল ইসলাম (৩৪) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সৌদি আরবের স্থানীয় সময় দুপুরে আবহা জেলার বিশা নগরী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত আমিরুল ইসলাম ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার রাওনা ইউনিয়নের খারুয়া মুকন্দ গ্রামের খাইরুল ইসলামের ছেলে। আমিরুল দুই সন্তানের জনক।

রাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাবুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমিরুল ইসলাম পরিবারের স্বচ্ছলতা ফিরাতে ৬ মাস পুর্বে চালকের ভিসা নিয়ে সৌদি আরবের আবহা জেলার বিশা নগরীতে যান। সে সেখানে ময়লার গাড়ী চালাতেন। ঘটনার দিন দুপুরে বিশা নগরীতে ময়লার গাড়ী চালিয়ে যাওয়া সময় হঠাৎ সড়কে গাড়িটি উল্টে যায়। এতে আমিরুল ঘটনাস্থলেই মারা যায়।

চেয়ারম্যান শাহাবুল আলম বলেন, ঘটনাটি সৌদি আরব সময় দুপুরে ঘটলেও পরিবারের লোকজন সন্ধ্যার পর জানতে পারে আমিরুল সড়ক দুর্ঘটনায় মারা গেছে। তার মৃত্যুর সংবাদে নিহতের পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

বিএনএ/ হামিমুর, এমএফ

Loading


শিরোনাম বিএনএ