16 C
আবহাওয়া
৯:২৫ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » অনিল চৌহান ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ

অনিল চৌহান ভারতের নতুন চিফ অব ডিফেন্স স্টাফ


বিএনএ, বিশ্বডেস্ক : ভারতীয় সেনা বাহিনীর নতুন সিডিএস অফিসার হিসেবে নিযুক্ত হলেন লেফটন্যান্ট জেনারেল অনিল চৌহান। বুধবার তাকে নিয়োগ দেয়া হয়। কর্মরত অফিসারদের কাউকে না নিয়ে অবসরপ্রাপ্ত অফিসারকে এ পদে বসালো দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

২০২১ সালের ডিসেম্বরে তামিলনাড়ুতে এক সামরিক হেলিকপ্টার ভেঙে পড়ে মৃত্যু হয়েছিল জেনারেল বিপিন রাওয়াতের। এরপর থেকে ভারতের সামরিক বাহিনীর এই সর্বোচ্চ পদটি ফাঁকাই ছিল। এবার সেটি পূর্ণ হল।

প্রায় ৪০ বছরের দীর্ঘ কর্মজীবন অনিলের। লেফটেন্যান্ট জেনারেল অনিল চৌহান জাতীয় প্রতিরক্ষা অ্যাকাডেমি এবং ভারতীয় সামরিক অ্যাকাডেমি থেকে শিক্ষা গ্রহণের পর ১৯৮১ সালে ভারতীয় সেনাবাহিনীর ১১ নম্বর গোর্খা রাইফেলে নিযুক্ত ছিলেন। মেজর জেনারেল হিসেবে নর্থ কমান্ডের গুরুত্বপূর্ণ বারামুলা সেক্টরে এক পদাতিক বাহিনীকেও নেতৃত্ব দিয়েছিলেন। পরবর্তীকালে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে উত্তর-পূর্ব ভারতে এক বাহিনীকে কমান্ড করেন। ২০১৯ সালের সেপ্টেম্বরে ইস্টার্ন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং-ইন-চিফ হন। ২০২১ সালের মে মাসে এই পদে থেকেই তিনি অবসর নিয়েছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ