16 C
আবহাওয়া
৯:০৪ পূর্বাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বাংলাদেশে জোর করে ক্ষমতা দখল শাস্তিযোগ্য অপরাধ: প্রধানমন্ত্রী

বাংলাদেশে জোর করে ক্ষমতা দখল শাস্তিযোগ্য অপরাধ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী

বিএনএ ডেস্ক: বাংলাদেশ সরকার গণতন্ত্র রক্ষায় কাজ করছে। অভ্যুত্থান বা জোর করে ক্ষমতা দখল এখন শাস্তিযোগ্য অপরাধ। গণতন্ত্র রক্ষায় এ আইন করেছে বাংলাদেশ। এমনটা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ‘ভয়েস অব আমেরিকা’য় দেয়া এক সাক্ষাৎকারে দেশের উন্নয়ন প্রসঙ্গে এ কথা বলেন প্রধানমন্ত্রী। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন শেখ হাসিনা। সেখানে ভয়েস অব আমেরিকাকে দেয়া প্রায় ঘণ্টাব্যাপী সাক্ষাৎকারে আওয়ামী লীগ সরকারের নানা অর্জন তুলে ধরেন।

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার নিয়ে বিএনপির দাবির বিষয়ে প্রধানমন্ত্রীর অবস্থান জানতে চায় ভয়েস অব আমেরিকা। জবাবে শেখ হাসিনা বলেন, তত্ত্বাবধায়ক সরকার গঠনের আর কোনো সুযোগ নেই। আইনের মাধ্যমে গঠিত নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন উল্লেখ করে তিনি বলেন, ইসি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে পারে।

ভয়েস অব অ্যামেরিকার সাথে দেশের সামগ্রিক উন্নয়ন নিয়ে কথা বলার সময় শেখ হাসিনা জানান, ‘২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আটক করলে জেলখানায় বসে বসে দেশে উন্নয়ন পরিকল্পনা করেছিলেন তিনি। ক্ষমতার ধারাবাহিকতার কারণেই উন্নয়ন কাজ এগিয়ে নেয়া সম্ভব হয়েছে। সব কাজ পরিকল্পনা মাফিক করার কারণেই সফলতা এখন দৃশ্যমান।

করোনা দেশে উন্নয়ন অগ্রযাত্রা খানিকটা বাধাগ্রস্ত করেছে বলে উল্লেখ করেন সরকার প্রধান বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে কিছু বিষয়ে বাড়তি চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। তবে সব বাধা কাটিয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। দেশের সকল উন্নয়নে নারীরা সমান অংশগ্রহণের সুযোগ পাচ্ছে বলেও জানান তিনি। বলেন, কোটা ব্যবস্থা তুলে দিলেও প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে কর্মক্ষেত্রে নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে দেশের মেয়েরা।

বাংলাদেশে মতপ্রকাশের ব্যাপারে শেখ হাসিনা বলেন, টক-শোতে সব কথা বলার পর কেউ যদি বলে যে কথা বলতে দেয়া হয়নি, সেখানে আপনি কী বলবেন?

গুম-খুনের অভিযোগে নিয়েও প্রশ্ন করে ভয়েস অব আমেরিকা। উত্তরে শেখ হাসিনা বলেন, বাংলাদেশে একটি মানবাধিকার কমিশন আছে। তারা কিন্তু তদন্ত করছে। যখন আমরা তালিকা চাইলাম, তখন ৭০ জনের একটা তালিকা দেয়া হলো। সেখানে দেখা গেল বেশিরভাগই বিএনপির অ্যাকটিভিস্ট, তারা মিছিল করছে। অনেকে ব্যক্তিগত কারণে ঋণ পরিশোধ করতে পারছে না, এজন্য নিজেদের সরিয়ে নিয়েছে। মারা গেছে এমন সাতজনের তথ্য পাওয়া গেছে। আমরা মানবাধিকার লঙ্ঘন না, আমরা মানবাধিকার সংরক্ষণ করেছি।

সাক্ষাৎকারে রোহিঙ্গা বাংলাদেশ সরকার প্রধান বলেন, ঘনবসতি দেশে এতো মানুষের আশ্রয় দিয়ে দীর্ঘদিন রাখা এখন বড় ধরনের চাপ হয়ে দাঁড়িয়েছে। কক্সবাজারের পরিবেশ নষ্ট হয়েছে। স্থানীয়দের স্বাভাবিক জীবনযাপন বাধাগ্রস্ত হচ্ছে। সেজন্য তাদের এখন অবশ্যই নিজ দেশে ফেরত যাওয়া দরকার। আন্তর্জাতিক মহলকে বারবার অনুরোধ করা হচ্ছে। তবে বিশ্বনেতারা এ বিষয়ে উদাসীন বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ