24 C
আবহাওয়া
৩:০৫ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৫
Bnanews24.com
Home » বিএনপির সমাবেশের ঘোষণা

বিএনপির সমাবেশের ঘোষণা

বিএনপির সমাবেশের ঘোষণা

বিএনএ ডেস্ক: চাল, ডাল, জ্বালানী তেল, নিত্যপণ্যের মূল্য বৃদ্ধি, চলমান আন্দোলনে ভালায় নুরে আলম ও আব্দুর রহিম, নারায়ণগঞ্জে শাওন, মুন্সিগঞ্জে শহিদুল ইসলাম শাওন ও যশোরে আব্দুল আলিমসহ মোট ৫ জন হত্যার প্রতিবাদ। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া’র মুক্তি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে দেশের ১০ সাংগঠনিক বিভাগে সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপি।

চট্টগ্রামে বিভাগীয় গণ-সমাবেশ ৮ অক্টোবর। এরপর ১৫ অক্টোবর-ময়মনসিংহ, ২২ অক্টোবর-খুলনা, ২৯ অক্টোবর -রংপুর, ৫ নভেম্বর-বরিশাল, ১২ নভেম্বর-ফরিদপুর, ১৯ নভেম্বর-সিলেট, ২৬ নভেম্বর-কুমিল্লা, ৩ ডিসেম্বর-রাজশাহী এবং ১০ ডিসেম্বর-রাজধানী ঢাকা গণ-সমাবেশ অনুষ্ঠিত হবে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি জানান, গত ১৯ সেপ্টেম্বর জাতীয় স্থায়ী কমিটির ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। বলেন, বিএনপি নেতা আব্দুর রহিম, নূরে আলম, শাওন, শহিদুল ইসলাম শাওন, আব্দুল আলিম এর প্রতি শ্রদ্ধা জানাতে ৬ অক্টোবর দেশের সকল মহানগর পর্যায়ে এবং ১০ তারিখে সকল জেলা পর্যায়ে শোক র‌্যালী করা হবে।

বিএনপির স্থায়ী কমিটির সভায় আরও কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে জানিয়ে মির্জা ফখরুল বলেন, পঞ্চগড়ের করতোয়া নদীতে নৌকা ডুবিতে নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে বিএনপি। সক্রিয় উদ্ধার তৎপরতা না থাকায় তীব্র নিন্দা জানানো হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের উদ্ধার ও ক্ষতিগ্রস্থ পরিবারগুলোকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দেয়ার দাবী জানায় বিএনপি।

বিএনপি মহাসচিব জানান, ক্রয় আইন লংঘন করে ৩ গুন বাড়তি দামে রাশিয়ান কোম্পানী গ্যাজপ্রমের সঙ্গে জনস্বার্থ পরিপন্থী ভোলায় ৩টি গ্যাস কূপ খননের চুক্তির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

এছাড়া বাংলাদেশের নারী ফুটবলারদের সাফ চ্যম্পিয়ানশীপ অর্জন করায় ভূয়সী প্রশংসা করা হয়। পাশাপাশী নারী ফুটবলারদের অভিনন্দন জানায় বিএনপি।

বিএনএ/এ আর

Loading


শিরোনাম বিএনএ