34 C
আবহাওয়া
১২:৪২ অপরাহ্ণ - এপ্রিল ২৩, ২০২৪
Bnanews24.com
Home » বুধবার চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েক স্থানে বিদ্যুৎ থাকবে না

বুধবার চট্টগ্রাম ও কক্সবাজারের কয়েক স্থানে বিদ্যুৎ থাকবে না

২ দিন চট্টগ্রামের কয়েকটি এলাকায় বিদ্যুৎ থাকবেনা

বিএনএ চট্টগ্রাম: ২৯ সেপ্টেম্বর ( বুধবার ) চট্টগ্রামের পটিয়া ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিদ্যুৎ উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজ করা হবে। ফলে নির্দিষ্ট সময় পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে ।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিতরণ বিভাগ পটিয়া-এর আওতাধীন ফিস হারবার ৩৩/১১ কেভি উপকেন্দ্রের অধীন ১১ কেভি ফিসহারবার-০৪ নং ফিডার (আংশিক) এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

পাশাপাশি সকাল ৬টা থেকে সকাল ১০টা: বিতরণ বিভাগ কক্সবাজারের আওতাধীন ১৩২ কেভি দোহাজারী-কক্সবাজার সঞ্চালন লাইন সার্কিট-০১,০২ এর আওতায় শাটডাউনকালীন সময়ে কক্সবাজার ও মাতারবাড়ি গ্রিডের আওতাধীন এলাকায় আনুমানিক ৯০-১০০ মেগাওয়াট লোডশেড হতে পারে। কাজ সম্পাদন সাপেক্ষে নির্ধারিত সময়ের আগেও বিদ্যুৎ সরবরাহ চালু হতে পারে বলে এতে জানানো হয়। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।

বিএনএনিউজ/আরকেসি

 

Loading


শিরোনাম বিএনএ