19 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - জানুয়ারি ৯, ২০২৫
Bnanews24.com
Home » আনোয়ারায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

আনোয়ারায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

আনোয়ারায় পরোয়ানাভুক্ত ৩ আসামি গ্রেপ্তার

বিএনএ, আনোয়ারা (চট্টগ্রাম) : চট্টগ্রামের আনোয়ারায় বিশেষ অভিযানে পরোয়ানাভুক্ত তিন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।  মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) পৃথক অভিযানে এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে রয়েছে সিআর মামলায় ২ জন এবং জিআর মামলায় ১ জন।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন-উপজেলার চাতরী ইউনিয়নের মধ্যম চাতরীর মৃত মো. হোসেনের ছেলে মো. কামরুল ইসলাম (কলি), বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের সামশুল আলমের ছেলে সাহাব উদ্দিন এবং একই ইউনিয়নের মো. ইউসুফের ছেলে মো. জাহেদ।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি তদন্ত সৈয়দ ওমর বলেন, আনোয়ারায় বিশেষ অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নারী শিশু নির্যাতন সিআর মামলার ২ জন এবং জিআর মামলার ১ জন আসামি রয়েছে। পরে তাদের আদালতে চালান  দেওয়া হয়েছে।

বিএনএনিউজ২৪.কম/এনামুল হক নাবিদ, আমিন

Loading


শিরোনাম বিএনএ