25 C
আবহাওয়া
৬:০৪ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ডে চার পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে একেবারে নিঃস্ব হয়ে গেছে পরিবারগুলো। বুধবার (২৮ আগস্ট) দুপুরের দিকে হাটহাজারী থানাধীন ১নং দক্ষিণ পাহাড়তলীস্থ বড়দিঘীর পাড় ভাটিয়ারি লিংক রোড় এলাকার নাথ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরের দিকে রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হলে মুহুর্তের মধ্যে তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এসময় স্থানীয়রা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়ে হাটহাজারী ফায়ার সার্ভিস খবর দেওয়া হয়। পরে তারা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগেই ওই বাড়ির ঘর গুলো পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার গুলো হলো মনোরঞ্জন নাথ, গৌরিবালা নাথ, মিলন কান্তি নাথ, সুকুমল নাথের পরিবার। তাদের চার পরিবারের বারো কক্ষ বিশিষ্ট সেমিপাকা টিনশেডের বসত ও রান্না ঘরসহ পুড়ে যায়। আগুনে নগদ টাকা ও যাবতীয় মালামাল পুড়ে ছাই হয়ে যায় । এ ঘটনায় অন্তত ১৮/২০ লাখ টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্থরা।

হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল মান্নান বুধবার বিকালের দিকে ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ অগ্নিকান্ডের ঘটনার কেউ হতাহত হয়নি।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ