21 C
আবহাওয়া
১১:৩৭ অপরাহ্ণ - ডিসেম্বর ১৮, ২০২৪
Bnanews24.com
Home » চন্দনাইশে ২ গরুচোরকে জনতার গণপিটুনি

চন্দনাইশে ২ গরুচোরকে জনতার গণপিটুনি

চন্দনাইশে ২ গরুচোরকে জনতার গণপিটুনি

বিএনএ,চট্টগ্রাম: চট্টগ্রামের চন্দনাইশে মধ্যেরাতে গরু চোর সন্দেহে ২ গরু চোরকে আটকে গণপিটুনি দিয়েছে এলাকাবাসী। পরে তাদেরকে পুলিশের হাতে সোপর্দ করা হয়। বুধবার ( ২৮ আগষ্ট ) উপজেলার হাশিমপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ভান্ডারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভোর রাত আনুমানিক ৩ টার সময় হাশিমপুর ভান্ডারী পাড়া এলাকায় ৮ থেকে ১০ জন লোক একটি মিনি ট্রাক নিয়ে ওই এলাকায় প্রবেশ করে। দিকবেদিক ছোড়াছুড়ি করে হেলাল উদ্দিন নামক এক ব্যক্তির গোয়ালঘর হতে ২ টি মহিষ নিয়ে গাড়ীতে উঠানোর সময় বাড়ীর মালিক টের পায়। পরে শোর চিৎকার দিলে এলাকাবাসী বের হলে মহিষ ফেলে ট্রাক নিয়ে চোরের দল পলায়ন করলেও ২ জন জনতার হাতে আটকা পড়ে। পরে এলাকাবাসী তাদের মারধর করে থানায় খবর দিলে জরুরী ডিউটিতে থাকা পুলিশ সকালে উদ্ধার করে তাদের থানায় নিয়ে আসে।

এ ঘটনায় দুষ্কৃতিরা হলো, বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের মধ্যম ছাপাছড়ি এলাকার রশিদ আহমদের ছেলে আলী হোসেন ( ৩৬ ) প্রকাশ হাসান ও আনোয়ারা উপজেলার মধ্যম শিলাগড়া এলাকার সাহাব মিয়ার ছেলে এরশাদ (৩৮)।

এ বিষয়ে থানার (ভারপ্রাপ্ত) ওসি ( তদন্ত ) যুযুৎষ যশ চাকমা গরুচোরের ঘটনার সত‍্যতা স্বীকার করে বলেন, আটককৃতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিচ্ছে। চিকিৎসা শেষে আইনানুগ ব‍্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

বিএনএনিউজ/নাবিদ/এইচমুন্নী

Loading


শিরোনাম বিএনএ