বিএনএ, ময়মনসিংহ : ময়মনসিংহের কিংবদন্তী জননেতা সাবেক ধর্মমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান (৮১) আর নেই। রোববার (২৭ আগস্ট) রাত ১১ টায় নগরীর ধোপাখলা নেক্সাস কার্ডিয়াক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের নেতৃত্বে ১৯৭১ সালের ১০ ডিসেম্বর ময়মনসিংহকে পাক হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত করা হয়।
ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমানের মৃত্যুর খবর ছড়িয়র পড়লে হাজারো নেতাকর্মী, বিবিন্ন রাজৈনতিক, সামাজিক- সাংস্কৃতিক, পেশাজীবি ও সকল শ্রনী পশার মানুষ হাসপাতালে ভীড় জমান। এসময় এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
বর্ষিয়ান এই নেতার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে আসেন জেলা আওয়ামীলীগ সভাপতি, সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেযারম্যান সহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বিএনএনিউজ/হামিমুর রহমান/এইচ.এম।