বিএনএ ডেস্ক: শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন অ্যাওয়ার্ড-২০২২ পেয়েছেন মোজাহেরুল কাদের ফারুকী। তিনি দক্ষিণ চরতী মজিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ।
শনিবার (২৭ আগস্ট) বিচারপতি এস এম মজিবুর রহমানের তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। জাতীয় কবির ৪৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মানবিক বিশ্ব ও বিদ্রোহী কবি নজরুল’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা অনুষ্ঠান থেকে তাকে সম্মাননা দেয়া হয়। রাজধানীর পল্টন টাওয়ারে ‘ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এম গফুর উদ্দীন চৌধুরী।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, হাইকোর্ট বিভাগের বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন, প্রফেসর ড. শহিদ মঞ্জুর। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন, জাতীয় ভোক্তা অধিকার রক্ষা আন্দোলনের চেয়ারম্যান মো. আতাউল্লাহ খান। বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান শাহ আলম চুন্নু, এম এইচ আরমান চৌধুরী, সি.আই.পি, আবদুল শুক্কুর, ব্যারিস্টার জাকির আহম্মাদ, ড. মেহেরুননিছা মেহেরীনসহ আরও অনেকে।
লেখক ও গবেষক আলহাজ্ব শাহ মৌলানা মুহাম্মদ মোজাহেরুল কাদের ফারুকী চন্দনাইশ প্রেস-ক্লাবের প্রতিষ্ঠাতা।
বিএনএ/এ আর