19 C
আবহাওয়া
১২:৫৭ পূর্বাহ্ণ - ডিসেম্বর ২৬, ২০২৪
Bnanews24.com
Home » চট্টগ্রামে ৭ মামলার আসামিসহ আটক ২

চট্টগ্রামে ৭ মামলার আসামিসহ আটক ২

চট্টগ্রামে ৭ মামলার আসামিসহ আটক ২

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীর হালিশহর এলাকায় ৭ মামলার আসামিসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

শনিবার (২৮ আগস্ট) বিকেলে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এরআগে শুক্রবার (২৭ আগস্ট) হালিশহর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- মো. কায়েস উদ্দিন অপু (৩১) ও মো. খোরশেদ খান (৩০)। কায়েসের বিরুদ্ধে হত্যা-অস্ত্র ও ডাকাতিসহ ৭টি মামলা রয়েছে।

সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার জানান,  শুক্রবার বিকালে হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে দুই যুবককে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ১ হাজার ৮৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। কায়েস উদ্দিনের বিরুদ্ধে হত্যাসহ ৭টি মামলা রয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ