বিএনএ, চট্টগ্রাম: সারা দেশের ন্যায় কোটা আন্দোলন নিয়ে অগ্নিগর্ভ হয়ে ওঠেছিল চট্টগ্রাম। এর মধ্যে পুলিশ ছাত্রলীগের সাথে শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়ার একাধিক ঘটনা ঘটেছে। আগুন তান্ডব, পুলিশ, ছাত্রলীগের গুলি সহিংসতার সব দেখেছে যেন বন্দর নগরী চট্টগ্রাম। এদিকে কোটা আন্দোলন পরবর্তী নাশকতার অভিযোগে গণ গ্রেপ্তার করছে পুলিশ ও অন্যান্য বাহিনী।
কোটা সংস্কার আন্দোলন চলাকালে নাশকতার অভিযোগে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ৪৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম নগরী থেকে ২৭ জন এবং বিভিন্ন উপজেলা থেকে ১৭ জন গ্রেপ্তার হয়েছে। এ নিয়ে বিভিন্ন মামলায় গত ১১ দিনে চট্টগ্রামে মোট ৮৪৭ জন গ্রেপ্তার হলেন বলে নিশ্চিত করেন সিএমপির (জনসংযোগ) শাখা ও জেলা পুলিশ।
চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন বলেন, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন থানা থেকে ১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় ১১টি মামলায় ৩৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
সিএমপিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্য পাঁচলাইশ থানায় ৭টি, চান্দগাঁও থানায় ৪টি, কোতোয়ালী থানায় ৪টি এবং বাকলিয়া, খুলশী, ডবলমুরিং, আবকরশাহ্ ও হালিশহর থানায় একটি করে মোট ৫টি মামলা দায়ের করা হয়েছে। অধিকাংশ মামলার বাদী পুলিশ।
সর্বশেষ শুক্রবার (২৬ জুলাই) নগরীর পাঁচলাইশ থানায় আরও একটি মামলা দায়ের করা হয়েছে। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা বলেন, মুরাদপুর এলাকায় ভবনের ছাদ থেকে ছাত্রলীগ কর্মীদের ফেলে দেওয়ার ঘটনায় পরশু (শুক্রবার) একটি মামলা দায়ের হয়েছে। সম্রাট নামের এক শিক্ষার্থী বাদী হয়ে মামলাটি করেছেন। এ মামলায় আমরা একজনকে গ্রেপ্তার করেছি।
এ বিষয়ে সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী মো. তারেক আজিজ বলেন, গত ২৪ ঘণ্টায় নগরী থেকে অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়। সব মিলিয়ে চট্টগ্রাম নগরীর ১৯টি মামলায় ৪৭৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। নতুন করে আকবরশাহ থানায় একটি মামলা হয়েছে। মামলায় ৩৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ থেকে ৭৫ জনকে আসামি করা হয়।
বিএনএনিউজ/ নাবিদ/ বিএম/হাসনা