24 C
আবহাওয়া
১:১১ অপরাহ্ণ - ডিসেম্বর ২৫, ২০২৪
Bnanews24.com
Home » টাঙ্গাইলে নৌকাডুবিতে ৩ বরযাত্রীর মৃত্যু

টাঙ্গাইলে নৌকাডুবিতে ৩ বরযাত্রীর মৃত্যু


বিএনএ, টাঙ্গাইল : টাঙ্গাইলের মির্জাপুরে বরযাত্রীর নৌকা ডুবে বরের বড় ভাই ও এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) বিকেলে মির্জাপুর উপজেলার তরফপুর ইউনিয়নের তরফপুর দক্ষিণপাড়া গ্রামে এ নৌকাডুবির ঘটনা ঘটে।

নিহতরা হলেন, বরের বড় ভাই উপজেলার মন্দিরাপাড়া গ্রামের ইন্তাজ আলীর ছেলে রিপন (৪০), বরের ভাতিজী একই গ্রামের কহিনুরের শিশু কন্যা স্নেহা (৮) এবং হাড়িয়া গ্রামের সেলিমের ছেলে আসিফ (২০)।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তরফপুর ইউপি চেয়ারম্যান আজিজ রেজা।

স্থানীয়রা জানান, উপজেলার বহুরিয়া ইউনিয়নের মন্দিরাপাড়া গ্রামের টুটুল চৌধুরীর সঙ্গে উপজেলার তরফপুর গ্রামের মজনু মিয়ার মেয়ে লিপা আক্তারের বিয়ে ঠিক হয়। আজ বর টুটুল চৌধুরীর সঙ্গে নিহতরা বরযাত্রী হয়ে তরফপুর গ্রামে যান। মেয়ের বাড়িতে দুপুরের খাবারের পর কয়েকজন বরযাত্রী নৌকাযোগে স্থানীয় বিল পাড়ি দিয়ে পাকা সড়কে যাচ্ছিলেন। এ সময় নৌকায় থাকা এক নারী পানিতে সাপ দেখে ভয় পেয়ে চিৎকার-চেচামেচি করতে থাকেন। এতে অন্যরাও ভয়ে চিৎকার করতে থাকলে নৌকা পানিতে ডুবে যায়। এ সময় অন্যরা সাঁতরে তীরে উঠতে পারলেও ওই তিনজন ডুবে যায়। পরে খোঁজাখুঁজির পর স্থানীয়রা তিনজনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার পর কনেকে রেখেই বরযাত্রী বাড়ি ফিরে।

মির্জাপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার বেলায়েত হোসেন জানান, বিষয়টি জেনেছি। সন্ধ্যা হয়ে যাওয়ায় ডুবুরি দল যেতে পারেনি। শুক্রবার সকালে আমরা ঘটনাস্থলে গিয়ে কাজ করবো।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ