22 C
আবহাওয়া
২:৩৪ পূর্বাহ্ণ - নভেম্বর ২২, ২০২৪
Bnanews24.com
Home » নির্বাচনে আসা, না আসা বিএনপির নিজস্ব বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

নির্বাচনে আসা, না আসা বিএনপির নিজস্ব বিষয় : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

বিএনএ, মৌলভীবাজার : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামি জাতীয় সংসদ নির্বাচন যথা সময়ে অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচন করবে কি; করবে না; এটি তাদের নিজস্ব বিষয়। বৃহস্পতিবার (২৮ জুলাই) বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনে মহিলা ব্যারাক উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, নির্বাচন কমিশন যথাসময়ে নির্বাচনের ব্যবস্থা করবেন। আওয়ামী লীগসহ সবদল নির্বাচনে অংশগ্রহণ করবে। বিএনপি নির্বাচনে আসবে কি; আসবে না; এটি তাদের নিজস্ব বিষয়।

তিনি বলেন, এবার যাতে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় সেজন্য ইভিএম মেশিন চালু করতে যাচ্ছে কমিশন। প্রধানমন্ত্রী নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন যাতে ইভিএম মেশিনে নির্বাচন হয়।

ঠাকুরগাঁওয়ে শিশু হত্যা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নির্বাচনে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছিল। উত্তেজনা থামাতে গিয়ে পুলিশ গুলিবর্ষণ করে। এ ঘটনায় একজন শিশুর মায়ের কুলে মৃত্যু হয়। আমরা এ বিষয়ে তদন্ত করে দেখবো কারো কোন গাফিলতি আছে কিনা। তদন্তে কারো গাফিলতি পাওয়া গেলে তাকে বিচারের মুখোমুখি হতে হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জনপ্রতিনিধি বা যেকোন প্রভাবশালী ব্যক্তি বা তার ছেলে কেউ আইনের উর্ধ্বে নয়। আইন কারো জন্য বসে থাকে না। আইন নিজস্ব গতিতে চলে। আইন সবার জন্যই সমান। যারাই অন্যায় করে, দুস্কর্ম করে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী বিচার হচ্ছে। সে হউক শ্রমিকলীগ, ছাত্রলীগ, যুবলীগ বা অন্যকোনো জনপ্রতিনিধি কেউই আইনের উর্ধ্বে নয়।’

এরআগে, মন্ত্রী মৌলভীবাজারের শ্রীমঙ্গলস্থ অলিলা অপালওয়্যার ইন্ড্রাস্ট্রিজ লিমিটেডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

পরে তিনি জেলা পুলিশ অয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন।

পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে সভায় স্থানীয় সংসদ সদস্য নেছার আহমদ, সংসদ সদস্য সৈয়দা জোহরা আলাউদ্দিন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ ও  জেলা প্রশাসক মীর নাহিদ আহসান বক্তৃতা করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ