23 C
আবহাওয়া
১২:৪৫ অপরাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » মুশফিকের মাথায় নীল ক্যাপ কেন?

মুশফিকের মাথায় নীল ক্যাপ কেন?

মুশফিকের মাথায় নীল ক্যাপ কেন?

বিএনএ ডেস্ক: আইসিসির লোগো সম্বলিত আকাশী-নীল রঙের ক্যাপ পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ছবি শেয়ার করেছেন বাংলাদেশ দলের উইকেটকিপার ব্যাটার মুশফিকুর রহিম।

বৃহস্পতিবার (২৮ জুলাই) নিজের ভেরিফাইড ফেসবুক পেজে ছবিটি শেয়ার করেন তিনি। তবে ছবির সাথে কোন তথ্য দেননি তিনি। ফলে তার ভক্তদের মাঝে গুঞ্জন শুরু হয়েছে এই ক্যাপ নিয়ে।

জানা যায়, ২০২১ সালে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছিলেন বাংলাদেশের তিন ক্রিকেটার। সেখানে ছিলেন সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মোস্তাফিজুর রহমান।

বর্ষসেরা একাদশে জায়গা করে নেয়ার স্বীকৃতি হিসেবে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি দলে থাকা প্রত্যেক ক্রিকেটারকেই স্মারক হিসেবে সংস্থাটির লোগো সম্বলিত বিশেষ ক্যাপ দিয়েছে। ‘আইসিসি টিম অব দ্য ইয়ার ২০২১’ লেখা সম্বলিত সেই ক্যাপই মুশফিকুর রহিমের হাতে এসে পৌঁছেছে।

বাংলাদেশের তিনজন ছাড়া ২০২১ বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছিলেন দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, আয়ারল্যান্ড ও শ্রীলঙ্কার দুইজন করে ক্রিকেটার।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ