28 C
আবহাওয়া
১০:২৬ অপরাহ্ণ - নভেম্বর ২, ২০২৪
Bnanews24.com
Home » বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়ে

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়ে

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়ে

বিএনএ ডেস্ক: ভিন্ন এক আয়োজন, পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণে মানুষদের উদ্বুদ্ধ করতে ঢাক-ঢোল বাজিয়ে আয়োজন করা হয় গাছ-গাছে বিয়ে। পরে কাবিননামায় বর-কনের পরিচর্যাকারীদের স্বাক্ষর, গাছে-গাছে মালা বদল, পারস্পরিক মিষ্টিমুখ করার মধ্য দিয়ে সম্পন্ন হয় এ আয়োজন।

বৃহস্পতিবার (২৮ জুলাই) সকালে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কালীবাজার মাধ্যমিক বিদ্যালয় মাঠে গাছে-গাছে বিয়ে অনুষ্ঠান আয়োজন করা হয়। পরে শিক্ষার্থীদের মাঝে সহস্রাধিক গাছের চারা বিতরণ করা হয়। এ আয়োজন করে লাল-সবুজ উন্নয়ন সংঘ।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়ে

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়েবিয়ের কাজী ছিলেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা শুভাশিস ঘোষ। তিনি জানান, একজন শিক্ষার্থীর গাছের সঙ্গে আরেকজন শিক্ষার্থীর গাছে বিয়ে দেয়া হয়েছে। সেখানে কারও আমগাছের সঙ্গে বিয়ে হয়েছে অন্য একজনের আমড়া গাছের। আবার কাঁঠাল গাছের সঙ্গে বিয়ে হলো পেয়ারা গাছের। বর ও কনের পক্ষে স্বাক্ষর দিয়েই বিয়ে অনুষ্ঠিত হলো। এতে একজন শিক্ষার্থীর সাথে আরেকজন শিক্ষার্থীর মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠার পাশাপাশি সবুজায়নে বিপ্লব সাধিত হবে।

শিক্ষার্থীদের মাঝে বৃক্ষপ্রেম জাগরণে টিফিনের টাকায় ১ লাখ গাছের চারা বিতরণ ও গাছে গাছে বিয়ের ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজক স্বেচ্ছাসেবী সংগঠন লাল-সবুজ উন্নয়ন সংঘের সভাপতি কাওসার আলম সোহেল জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সৌন্দর্য বর্ধনে গাছ রোপণের বিকল্প নেই। আমি আশা করি, লাল-সবুজ উন্নয়ন সংঘে থেকে অনুপ্রাণিত হয়ে অন্যরাও সবুজায়নের লক্ষ্যে নিয়মিত বৃক্ষরোপণ করবে ও গাছের যত্ন নেবে। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের ৬৪ জেলায় এক লাখেরও বেশি গাছের চারা বিতরণ ও রোপণ করা হবে।

বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়ে
বৃক্ষরোপণে উদ্বুদ্ধ করতে গাছ-গাছে বিয়ে

কাওসার আলম বলেন, মানুষের প্রতি মানুষের সম্পর্ক বাড়াতেই ভিন্ন এ উদ্যোগ। গাছে গাছে বিয়ের মাধ্যমে শিক্ষার্থীদের সাথে আত্মীয়তা হলো।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহজালাল, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আমিনুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রৌশন আলম চৌধুরী, গলিয়ারা দক্ষিণ ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনসহ আরও অনেকে।

বিএনএ/ এ আর

Loading


শিরোনাম বিএনএ