17 C
আবহাওয়া
৭:১৮ পূর্বাহ্ণ - জানুয়ারি ২২, ২০২৫
Bnanews24.com
Home » কোভিড-১৯ এ বিচারকের ইন্তেকাল

কোভিড-১৯ এ বিচারকের ইন্তেকাল

কোভিড-১৯ এ বিচারকের ইন্তেকাল

বিএনএ, বরিশাল: ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার (২৯) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার(২৮জুলাই) বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন(ইন্না..রাজিউন)।

সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সানিয়া আক্তার এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। মন্ত্রী বুধবার এক শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সানিয়া আক্তারের মৃত্যুতে পৃথক শোক জানিয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব মো. গোলাম সারওয়ার। তিনি শোকবার্তায় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

বিএনএ, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ