36 C
আবহাওয়া
১১:৫৭ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৪
Bnanews24.com
Home » চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের বৈঠক

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের বৈঠক

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের বৈঠক

বিএনএ, বিশ্বডেস্ক : আফগান তালেবানের রাজনৈতিক শাখার দায়িত্বশীল কর্মকর্তা আব্দুল ঘানি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বুধবার (২৮ জুলাই) থিয়ানচিনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে ওয়াং ই বলেন, চীন আফগানিস্তানের বৃহত্তম প্রতিবেশী দেশ। চীন সবসময় আফগানিস্তানের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখণ্ডতাকে সম্মান করে এবং এর অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করে। আফগানিস্তানের ভবিষ্যত আফগান জনগণের হাতেই থাকা উচিত। যুক্তরাষ্ট্র ও ন্যাটো তাদের বাহিনী সরিয়ে নিচ্ছে মানে, আফগানিস্তানে মার্কিন নীতি ব্যর্থ হয়েছে। এখন আফগান জনগণ নিজেদের দেশের উন্নয়নে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ পেয়েছে।

ওয়াং ই আরও বলেন, তালেবান আফগানিস্তানের গুরুত্বপূর্ণ সামরিক ও রাজনৈতিক শক্তি এবং আফগান শান্তিপূর্ণ সমঝোতা ও পুনর্নির্মাণ প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চীন আশা করে, তালেবান দেশ ও জাতির স্বার্থকে প্রথম স্থানে রেখে সহনশীল নীতি অনুসরণ করে যাবে।

তালেবান নেতা বলেন, তালেবান দেশের বিভিন্ন পক্ষের সঙ্গে আলোচনার মাধ্যমে একটি ব্যাপক সহনশীল ও গ্রহণযোগ্য রাজনৈতিক কাঠামো গঠনের চেষ্টা করে যাচ্ছে।

তিনি আরও বলেন, আফগানিস্তানের পুনর্গঠনে চীন ভবিষ্যতে আরও বেশি সক্রিয় ভূমিকা রাখবে তালেবানরা আশা করে।

বিএনএনিউজ/এইচ.এম।

 

Loading


শিরোনাম বিএনএ